ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্সে শহীদ মিনারের মালিকানা দাবি করে উকিল নোটিশ

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:২৫

ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে হঠাৎ শহীদ মিনারের মালিকানা দাবি করে এর উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকি প্রদানসহ উকিল নোটিশ পাঠিয়েছেন ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ার।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় প্যারিসে আয়েবা সদর দফতরে এক সংবাদ সম্মেলন উকিল নোটিশের বিষয়টি জানান শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করে শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম জানান, নোটিশে উল্লেখ করা হয়েছে যে, শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গত বছরের ১৮ জুলাই তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে নোটিশ পাঠান ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ার। এরপর গত ১৫ ডিসেম্বর একই ব্যক্তি শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিমকে একইভাবে উকিল নোটিশ পাঠান।

শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহ জানান, একুশ মানে মাথা নত না করার গৌরবময় ইতিহাস। শহীদ মিনার আমাদের বাঙালির সংগ্রাম, শোক, শপথ ও স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। ভাষ্কর নভেরা আহমেদের স্বামী উল্লেখ করে যিনি শহীদ মিনারের একক মালিকানা দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন, তার উদ্দেশ্য কী, তার পেছনে আন্তর্জাতিক কোনো চক্রান্ত রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। শহীদ মিনার ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের চক্রান্ত রুখে দিতে আমরা বদ্ধপরিকর। বিশ্বব্যাপী শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সাবেক নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেম, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আযম ও আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন।

আরও উপস্থিত ছিলেন প্যারিস শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন, তুলুজ, ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক শাকের চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান সুমন, কামাল সিকদার ও কামাল পাশাসহ অনেকে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ