ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:২০

স্পেনের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সাক্ষাতে রাষ্ট্রদূতের কাছে প্রবাসীদের পাসপোর্ট নবায়নের হয়রানি এবং দূতাবাসের সব ধরনের অর্থ পরিশোধে হয়রানিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ।

গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান ঝন্টু, একরামুজ্জামান কিরণ, আলামিন মিয়া, রানা আবেদিন, রাসেল দেওয়ান, মিল্টন ভূঁইয়া কচি, ইয়াং রাজ রাজু, শওকত আহমেদ, আলামিন শেখ, ইয়াসিন সিকদার।

দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, পলিটিক্যাল কাউন্সিলর ইমাদুল হক, কাউন্সিলর শ্রম উইং মুতাসিমুল ইসলাম।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ