ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আকামা ছাড়াই ওমানে ব্যবসা করার সুযোগ

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩০

ওমানে রেসিডেন্সি কার্ড বা আকামা ছাড়াই কোম্পানি স্থাপনের মাধ্যমে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। দেশীয় অর্থনীতি চাঙ্গা করা এবং আন্তর্জাতিক ব্যবসাকে আকৃষ্ট করার লক্ষ্যে দেশটির এমন উদ্যোগ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের ন্যূনতম মূলধন দেখানোর প্রয়োজন ছাড়াই ১০০ শতাংশ মালিকানার অনুমতি দেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পারমিট জারি করা হবে।

এজন্য আগ্রহী বিদেশি বিনিয়োগকারীকে বিনিয়োগ করার জন্য ওমান বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইট www.business.gov.om-এ লগইন করে ‘অনাগরিক/অনাবাসী’ বিকল্পটি নির্বাচন বা রেজিস্ট্রেশন করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ‘ওমান বিজনেস প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে নিজ দেশ বা দূর থেকে ওমানে কোম্পানি স্থাপন বা ব্যবসা শুরু করতে পারবেন।

ওমানের এক কর্মকর্তা জানিয়েছে, বিনিয়োগকারীদের আবেদনটি মন্ত্রণালয় যাচাই করবে এবং তাদের একটি পাসওয়ার্ড পাঠাবে, যা তাকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে এবং তার ব্যবসা শুরু করতে সক্ষম করবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ