সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনসহ বিভিন্ন দাবি তুলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে মালয়েশিয়া বিএনপি।
দেশটির স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) তফসিল প্রত্যাখ্যান করে রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, সরকারের ফরমায়েসি নির্বাচনি তফসিল প্রত্যাখান করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে জনগণ। গত ১৫ বছর শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং এবং সমাবেশ করে আসছে বিএনপি। কিন্তু, ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুলিশ বাহিনীর দমন পীড়নে গুম, খুন এবং মিথ্যা মামলায় গ্রেফতারসহ বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে গণগ্রেফতার অব্যাহত রেখেছে।
এ সময় একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী, সাংবাদিকদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয় সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, সদস্য মো. জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের জ্যৈষ্ঠ সহসভাপতি আলি খান জুয়েল, সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, মালয়েশিয়া যুবদলের কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, কুয়ালালাপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এম মোজাম্মেল হক প্রধান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, যুব নেতা বাবু সরকার ও সাইফুল ইসলাম প্রমুখ।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ