সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করতেছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। তারই অংশ হিসেবে এ বছরের জুনে কুয়েতে শুরু হয় ই-পাসপোর্ট সেবা। শ্রমিকদের থেকে বেশি ফি নেওয়া হচ্ছিল। তবে ১৭ অক্টোবর থেকে সেই ফি কমানো হয়।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার এবং পেইন্টারসহ অন্যান্য শ্রমিক পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমানোর চেষ্টা করেছি। প্রবাস বান্ধব সরকার থেকে ইতিবাচক সাড়া মিলেছে, কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি।
এ ছাড়াও সঠিকভাবে তথ্য নিশ্চিত থাকলে এক মাসের মধ্যেই হাতে পাবেন ই-পাসপোর্ট কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
জানা যায়, ই-পাসপোর্ট সেবা চালু হওয়ার পর থেকে ছাত্র এবং সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট বাবৎ ফি ছিল সাড়ে ১৫ কুয়েতি দিনার। অন্যদিকে ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য শ্রমিক পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো সাড়ে ৩৮ কুয়েতি দিনার। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসের প্রচেষ্টাতে ১৮ অক্টোবর থেকে সেই ফি কমিয়ে সাড়ে ১৫ কুয়েতি দিনার কার্যকর করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ