ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কায়রোর পথে রাষ্ট্রদূত সামিনা নাজ 

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৩, ১৩:৪৬
সামিনা নাজ। ছবি- নয়া শতাব্দী

মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে আগামী সপ্তাহে যোগ দিতে যাচ্ছেন সামিনা নাজ। তিনি ইতিমধ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয় ত্যাগ করেছেন। তিনি কায়রো আসার পথে পবিত্র ওমরাহ পালন করে তার নতুন কর্মস্থলে যোগ দিবেন।

রাষ্ট্রদূত সামিনা নাজ কায়রোতে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। মনিরুল ইসলাম ইতিমধ্যে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন। গত ২ অক্টোবর তিনি রোমের উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন।

পেশাদার এই কূটনীতিক ভিয়েতনামে রাষ্ট্রদূতের দা‌য়ি‌ত্ব পালনের আগে মুম্বাইতে বাংলাদেশের উপ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি ভিয়েতনাম‌ ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দুই সন্তানের জননী সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ