ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

বেলজিয়ামে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২৩, ১৫:৪৪

বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৮ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ৩১তম বৈদেশিক মিশন হিসেবে এ কার্যক্রম চালু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছা. শাহানারা খাতুন। এ সময় সভাপতিত্ব করেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব ও দূতাবাস প্রধান মো. রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহিদুল হক, মনির হোসেন পুলিন, জাহাঙ্গীর চৌধুরী রতন, রেজাউল ইসলাম খান, দাউদ খান সোহেল, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ।

যেখানে বেলজিয়াম প্রবাসীরা বাংলাদেশে দূতাবাস ব্রাসেলসে, ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান।

এ ছাড়া ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতা, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ