ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম চালু

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২৩, ১৮:৩০

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) দেশটির রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফয়সল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের, উপপ্রকল্প পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর (দূতালয় প্রধান) এ কে এম মহিউদ্দিন কায়েস।

এ ছাড়াও ই-পাসপোর্ট প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, বাহরাইনে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো এবং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি বহির বিশ্বে ও বিশেষ করে বাহরাইনে উজ্জ্বল হলো।

কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করার মধ্যে দিয়ে এ সেবার উদ্বোধন করেন রাষ্ট্রদূত। ৩০তম মিশন হিসেবে বাহরাইনের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ