ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২৩, ১৬:৪৩

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি পার্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। প্রবাসীদের সংগঠন ‘সোনার বাংলা’র উদ্যোগে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ডলি হোসেন, নজরুল ইসলাম এবং জেসমিন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশিদের প্রথম স্পোর্টস সংগঠন টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট।

অনুষ্ঠানে ছিল দেশীয় খাবারের আয়োজন। আড্ডা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের দেশীয় খাবার- সবকিছু মিলে পুরো পার্কটি যেন হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ!

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সবাই মিলে একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ