ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ফ্রান্সে ‘ঈদ উৎসব’ ৩০ এপ্রিল 

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৩, ১৫:১৭

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ঈদ উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। দেশটির রাজধানী প্যারিসের অভিজাত হল ‘Théâtre du Gymnase Marie Bell’ এই উৎসব অনুষ্ঠিত হবে। টিকেট পাওয়া যাবে অফিওরা, বাংলা অটো ইকোল, শাহ প্রিন্টিং প্রেস, আনুশকা ও বিসিএফ কার্যালয়ে।

ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্স। এই কনসার্টে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের ব্যান্ড তারকা শাফিন আহমেদ, ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীত শিল্পী মেহরাব, প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী নাজু আখন্দ, ওয়াহিদসহ ফ্রান্সের স্থানীয় শিল্পীরা।

প্যারিসের অদূরে ক্যাথসীমাস্থ বটতলা রেস্টুরেন্টের হল রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়া অনুষ্ঠানটি সফল করার জন্য প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি হোসেন সালাম রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক অধ্যাপক অপু আলম, অজয় দাস, অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) পরিচালক এমডি নুর প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ