এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকণ্ঠে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উদযাপন করা হবে এবার। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বৈশাখ উদযাপনের দ্বিতীয় দিনে (১৫ এপ্রিল) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এ ১৪৩০ বাংলা নববর্ষকে বরণ করতে চলছে প্রস্তুতি।
একুশে পদক প্রাপ্ত নৃত্য সারথি মুক্তিযোদ্ধা লায়লা হাসানের নেতৃত্বে বাংলাদেশ থেকে এ আয়োজনে যোগ দিতে যাচ্ছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা থেকে যাবেন কমলিনী মুখোপাধ্যায় ও নন্দনা দেব সেন। মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় শতকণ্ঠে বর্ষবরণের পঞ্চম মহড়ায় এ ঘোষণা দেয় আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। রোববার (৯ এপ্রিল) নেপালি রেস্তোরাঁয় শতকণ্ঠে বর্ষবরণে অংশগ্রহণকারী দেড় শতাধিক সংস্কৃতিকর্মীর সামনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি বিশ্বজিত সাহা।
আবহমান বাঙালি সংস্কৃতির পরিবেশনা চলবে সকাল ৭টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত। এ উপলক্ষে প্রধান সম্পাদক নুরুল বাতেনের তত্ত্বাবধানে প্রকাশিত হবে দেড় শতাধিক পৃষ্ঠার একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ