প্রতারণার অভিযোগে আজারবাইজানের বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে
দেশটির ট্রেন্ড নিউজ এজেন্সি জানায়, রাজধানী বাকুতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গভীর রাতে আজারবাইজান এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা শহিদুল ইসলামকে আটক করে।
তল্লাশিকালে শহিদুল ইসলামের কাছে ২০ বাংলাদেশির পাসপোর্ট ও দুটি সিল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শহিদুল ইসলাম বাংলাদেশিদের আজারবাইজানে নিয়ে ইউরোপের যেকোনো দেশে প্রবেশের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে।
আজারবাইজানের স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভুয়া ভিসাও পাওয়া গেছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ