ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আসছে ঘূর্ণিঝড় ‘ম্যানদৌস’

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:৩৫

আন্দামান ও নিকোবার দ্বীপের দক্ষিণে সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলের পর থেকে আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা মঙ্গলবার সন্ধ্যার দিকে লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবার সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে ‘ম্যানদৌস’।

রোববার (০৪ ডিসেম্বর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার দুপুরের পর ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উত্তর উপকূল ঘেঁষে স্থলভাগে আঘাত হানতে পারে বলে প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ রাজ্যের স্থলভাগে আঘাত হানতে পারে। এটি অনেকটা দক্ষিণের দিকে সরে যাওয়ার কারণে আপাতত বাংলাদেশের ওপর প্রভাব পড়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে আগামী দুদিনে ঘূর্ণিঝড়টি আবার উত্তর দিকে সরে যায়, তাহলে বৃষ্টিপাত হতে পারে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ