ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাভাবিক হচ্ছে উপকূল, ঘরে ফিরছে মানুষ

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১০:২৮

ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে উপকূলীয় অঞ্চলের মানুষের। জান-মালের ক্ষয়ক্ষতির শঙ্কায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন অনেকেই। তবে খুব বেশি আঘাত না হেনেই উপকূল অতিক্রম করে ঝড়টি।

ভোর হতেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষেরা অনেকটা স্বস্তির সাথে ফিরে গেছেন নিজ বাড়িতে। আকাশে দেখা দিয়েছে সূর্য।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাতের প্রথম ভাগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল, কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। মধ্যরাত পর্যন্ত ভারী বর্ষণ ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বসতবাড়ি। দেশের বিভিন্ন এলাকায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর হওয়ার সাথে সাথে নিজেদের বাড়ি ফিরছে তারা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ