মানবদেহ থেকে দুই সিংহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিরল ঘটনা ঘটেছে ক্রোয়েশিয়ার জাগরেবের একটি চিড়িয়াখানায়।
স্থানীয় সময় গত বুধবার দেশটির কর্মকর্তারা জানান, দেখভালের দায়িত্বে থাকা এক কর্মীর মাধ্যমে সিংহ দুটি করোনায় সংক্রমিত হয়।
দেশটির কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রথম চিড়িয়াখানায় থাকা কোনো প্রাণীর করোনায় সংক্রমিত হওয়ার ঘটনা ঘটল।
সিংহ দুটির করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিংহ দুটির করোনা পজিটিভ আসে।
সিংহ দুটির এখন চিকিৎসা চলছে বলে জানান চিড়িয়াখানাটির প্রধান দামির এসকক। তিনি বলেন, দেখভালকারী এক কর্মীর মাধ্যমে সিংহ দুটি সংক্রমিত হয়েছে। পরে পরীক্ষায় ওই কর্মীরও করোনা শনাক্ত হয়।সূত্র : এএফপি
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ