ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

সাগরে লঘুচাপের আভাস

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:০২

বঙ্গোপসাগরে আগামীকাল বৃহস্পতিবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা তো নেই।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

লঘুচাপ ও বৃষ্টির বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, ‘বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বৃহস্পতি বা শুক্রবার। তবে এতে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই।

আগামীকালও (বৃহস্পতিবার) বৃষ্টি কম থাকতে পারে। দেশের অন্য বিভাগগুলোর তুলনায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে। আগামী ৯ সেপ্টেম্বরের পর দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ