ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২৪, ১৩:৩১ | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১৩:৪৪

সকাল থেকে ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। দুপুর ১টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। এদিকে বৃষ্টির পানিতে ভেসে যায় গুরত্বপূর্ণ সড়কগুলো। এতে সড়কে শুরু হয় তীব্র যানজট। বাধ্য হয়ে কেউ কেউ ভিজে ভিজে গন্তব্যে যান। তবে গত কয়েক দিনের গরম থেকে স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ