ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ জিলহজ ১৪৪৫

কালো মেঘে ঢাকার আকাশে ঝিরিঝিরি বৃষ্টি

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১১:১৫ | আপডেট: ১৮ জুন ২০২৪, ১২:২৩

টানা কয়েকদিনের রোদে আবার তপ্ত হয়ে উঠেছে চারদিক। এ সময়ে মাঝেমধ্যে ঢাকার আকাশে মেঘের দেখা মিললেও প্রত্যাশিত বৃষ্টি আর ঝরেনি। আকাশ ছেয়ে যায় কালো মেঘে, চারদিকে আঁধার ঘনিয়ে আসে; তবে সেই অনুযায়ী আর হয়নি বৃষ্টি।

আজ মঙ্গলবার (১৮ জুন) রাজধানীবাসীর অনেকেই ঘরে বসে বৃষ্টি উপভোগ করছেন। অনেকে হয়তো চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েই কাটাচ্ছেন ছুটির দিনের বৃষ্টিভেজা সকাল।

আজ মঙ্গলবার ঢাকা ও এর আশপাশ লাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং যেসব এলাকায় তাপপ্রবাহ চলছে তাও প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ