ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শীঘ্রই কমছেই না শীতের দাপট

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:২১

দেশজুড়েই তীব্র শীত। শীতের তীব্রতার মধ্যেই বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে । মৃদু শৈত্যপ্রবাহ বইছে রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে। ঘন কুয়াশার কারণে আজও দেশের অনেক এলাকাতেই দেখা নেই সূর্যের।

দেশে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের কিছু জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় পাবনা, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় স্কুল বন্ধ রয়েছে। এদিকে, গতকাল রাতে দেশের বেশকিছু জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।

নয়া শতাব্দী /আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ