ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোয় লাখ টাকা জরিমানা!

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:০২

নিয়ম বহির্ভুতভাবে খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ওসমানী উদ্যানে এ ঘটনা ঘটে।

এদিন সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিসকক্ষ হতে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি ঘটনাস্থল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

তাৎক্ষণিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সরেজমিনে দেখে খোলা জায়গায় বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারাদেশে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ