ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাজধানী ঢাকায় কুয়াশার দাপট 

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:১৯

দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকায়ও ঘন কুয়াশা পড়েছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে কুয়াশার আধিক্য দেখা যায়। এ সময় পথ চলতে যানবাহনকে হেডলাইট ব্যবহার করতেও দেখা যায়। এছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন।

এদিকে, কুয়াশার কারণে পরিবেশ অনেকটা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যেন যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। এছাড়া কুয়াশার মধ্য থেকে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে। অন্যদিকে, সোমবার আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ