ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বর্ষায় বাগানে শোভা বাড়াবে রেইন লিলি

প্রকাশনার সময়: ১২ জুন ২০২৩, ১৬:৩৯ | আপডেট: ১২ জুন ২০২৩, ১৬:৪৪

বৃষ্টির পানি পেলেই যেন ফুলে ফুলে ছেঁয়ে যায় ছোট্ট এই গাছটি। সরাসরি গাছ বললে কিছুটা ভুল হবে, ঘাস জাতীয় এ উদ্ভিদ বৃষ্টির ছোঁয়া পেলে গোলাপি, সাদা আর হলুদ রঙের ফুলে ভরে ওঠে। সারা বছর এ উদ্ভিদ জন্মালেও বর্ষাকালেই ফুলের দেখা মেলে। আর শোভাবর্ধনকারী এই উদ্ভিদের নামটাও বেশ চমৎকার, রেইন লিলি। বৃষ্টির ফোটা এর গায়ে পড়লেই ফুল দিতে শুরু করে, এজন্যই একে রেইন লিলি বলে আখ্যা দেওয়া হয়। বর্ষাকালজুড়ে বারান্দা কিংবা ছাদবাগানের সৌন্দর্য বাড়াতে এই গাছের জুড়ি নেই।

তবে এই গাছে প্রচুর ফুল পেতে আপনাকে একটু যত্ন করতেই হবে। চলুন জেনে নিই কীভাবে যত্ন নিলে ফুলে ফুলে ভরে উঠবে রেইন লিলি-

সঠিক স্থান নির্বাচন

রেইন লিলি ছোট টবেও লাগাতে পারেন। তবে টবটি এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি বৃষ্টি ও রোদ পড়ে। যত রোদ পড়বে, তত বেশি ফুল আসবে গাছে। বৃষ্টি পড়ার দুই থেকে তিন দিনের মধ্যেই ফুলে ফুলে ভরে উঠবে গাছ।

মাটি প্রস্তুত

টবের মাটি তৈরির জন্য ৪০ শতাংশ ঝুরঝুরে মাটি, ৩০ শতাংশ সাদা বালি, ভার্মি কমপোস্ট অথবা গোবর সার ২০ শতাংশ এবং বাকি অংশ নিম খৈল ও হাড়ের গুঁড়া মিশিয়ে নিন।

পানি

রেইন লিলি গাছের খুব বেশি যত্নের প্রয়োজন নেই। তবে বৃষ্টি পছন্দ করলেও রেইন লিলি গাছের গোড়ায় কিন্তু পানি জমিয়ে রাখা যাবে না। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন।

ছাঁটাই

পাতাগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেলে সামান্য ছেঁটে দেবেন উপর থেকে।

সার

বৃষ্টির পানি জমিয়ে রেখে দিতে পারেন গাছের গোড়ায়। এটিই সার হিসেবে কাজ করবে।

পোকাদমন

অন্যান্য গাছের তুলনায় রেইন লিলি গাছে পোঁকা-মাকড়ের আক্রমণ কম দেখা যায়। তবুও গাছকে সুস্থ সবল রাখতে প্রতি ১৫ দিন অন্তর নিমের তেল পানির সাথে মিশিয়ে সন্ধ্যায় স্প্রে করতে হবে।

নয়াশতাব্দী/এসএম/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ