দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে যখন শীতের কাঁপুনি তখন অনেক জায়গায় হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সাত সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, গুলশান, মতিঝিল, আরামবাগ, কমলাপুরসহ বেশ কিছু এলাকায় এই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়। বৃষ্টির সাথে কিছুটা হালকা বাতাসও ছিল। কিছুটা মেঘের হাঁকডাকও শোনা যায়। এছাড়াও গতাকাল সিলেটেও বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিল আবহাওয়া অফিস। সোমবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টিতে শীতের অনুভূতি আরো বাড়বে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ