ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শীতের দাপট বাড়ছে, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের দাপট বাড়ছে। ইতোমধ্যেই পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে তা আরো বাড়তে পারে বলে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ৯ দশ‌মিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এছাড়াও শনিবার (২৪ ডিসেম্বর) রাতে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। নওগাঁ ও পঞ্চগড় জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে ঠান্ডা বাড়ার সাথে সাথে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ