ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীঘিকে আশ্বাস দিয়ে নিলেন তমাকে  

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২২, ১৪:৫৩

ঢাকাই সিনেমার উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একসময়ের এই জনপ্রিয় শিশুশিল্পী জানান, চূড়ান্ত আশ্বাস দেয়ার পরও অজানা কারণে তাকে কাস্টিং থেকে বাদ দেয়া হয়েছে। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি তিনি।

তবে দীঘির দীঘির ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, রায়হান রাফী তার নির্মিতব্য একটি সিনেমা থেকে হুট করে তার বদলে অন্য নায়িকাকে নিয়েছেন তিনি।

ওই ব্যক্তি বলেন, ‘আমি নিশ্চিত করে আপনাকে বলছি যে, ‘সুড়ঙ্গ’ ছবির ব্যাপারে রায়হান রাফীই যোগাযোগ করেছিলেন দীঘির সাথে। জানিয়েছিলেন নিশোর বিপরীতে এ ছবিতে তাকে কাস্ট করা হবে। পরে ছবিটির ব্যাপারে দুইবার দীঘি ও রাফী মুখোমুখি বসেন এবং একাধিকবার বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় তাদের।

তিনি আরো বলেন, রাফী বলেছিলেন, এ চরিত্রটার জন্য তোমার নিজেকে ভাঙতে হবে, প্রস্তুত হতে পরিশ্রম করতে হবে। রাফীর কথামতো মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। গল্প অনুযায়ী তৈরি হচ্ছিলেন। এরইমধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার ঘোষণা দেন রাফী। সেখানে জানান, নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা।

উল্লেখ্য, ২০০৬ সালে কাজী হায়াত পরিচালিত ও প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিষেক হয় দীঘির। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ২০০৮ সালে ‘১ টাকার বউ’ ও ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবি দুটির জন্য একই বিভাগে আরো দুটি জাতীয় পুরস্কার পান তিনি।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ