ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজব ছেলের অপেক্ষায় অথৈ 

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩৫

‘গোলাপজান ছাত্রী নিবাস’ নাটক দিয়ে তাহমিনা অথৈর অভিনয়ের যাত্রা শুরু। প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ তার প্রথম সিনেমা। মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন নারীর সংগ্রামের কাহিনি নিয়ে তৈরি সিনেমাটি মুক্তির পর অথৈ তার অনবদ্য অভিনয়ের জন্য বেশ আলোচনায় আসেন।

প্রথম সিনেমাতেই এতো গুনী একজন পরিচালকের নির্দেশনায় সিনেমায় কাজ করার সুযোগ পাওয়াটাও ছিল যেন তার জন্য বড় সৌভাগ্যের। যে কারণে সাইদুল আনাম টুটুল ঠিক যেমন চেয়েছিলেন, তেমনই অভিনয় করার চেষ্টা করেছিলেন অথৈ। যে কারণেই মূলত দর্শকের কাছে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

এরইমধ্যে অথৈ অভিনীত দ্বিতীয় সিনেমা মানিক মানবিক পরিচালিত ‘আজব ছেলে’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে অথৈ আছেন মলি চরিত্রে। তার সাথে আরো আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম ও রিদওয়ান। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ‘আজব ছেলে’ বানিয়েছেন মানিক।

এ প্রসঙ্গে তাহমিনা অথৈ বলেন, আজব ছেলে একটি শিশুতোষ চলচ্চিত্র। আমার চরিত্রের নাম মলি, বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতী মেয়ে। চেষ্টা করেছি বাস্তবতার মিশেলে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তার কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শিখেছি।

সরকারি অনুদানের ‘আজব ছেলে’ নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে বলে জানালেন অথৈ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ