চলতি বছরজুড়ে বাংলা চলচ্চিত্রের সাফল্যের জোয়ার চলছে। বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। ছোট পর্দার অভিনয়শিল্পীরা বেশ সাফল্য পেয়েছেন। কিন্তু অপেক্ষাকৃত জ্যেষ্ঠ শিল্পীদের ঠিক সেভাবে পাওয়া যায়নি। অনেকে নিজের ব্যক্তিগত নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এর মধ্যে অনেক দিন ধরেই পর্দায় নেই চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বাস্তব জীবনেও অনেকটাই আড়ালে রয়েছেন তিনি। সিনেপাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। জন্ম দিয়েছেন সন্তান। তবে এসব নিয়ে একবারে মুখে কলুপ এঁটেছিলেন পপি। আসেননি সামনেও। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন এই নায়িকা। এরপর আবার হাওয়া। সশরীরে আড়ালে থাকলেও সিনেমা হলে ফিরছেন পপি।
অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা দ্বন্দ্ব-মামলা, বিচার-আচার নিয়ে নানা ঝক্কি ঝামেলার মধ্যে ছিলেন নিপুণ আক্তার। সর্বশেষ এসব বিষয়ে মীমাংসা হয়েছে। নতুন করে দায়িত্ব পালন করছেন নিপুণ। পাশাপাশি তিনি চলচ্চিত্রের কাজেও হাত দিয়েছেন। নিজে নিয়মিত অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নিপুণ।
সাদিকা পারভীন পপি: দীর্ঘ সময় পর বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে চলচ্চিত্রটি। তবে পপি যে চলচ্চিত্রের প্রচারণায় থাকবেন না তা এক প্রকার নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
গণমাধ্যমকে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের এই চলচ্চিত্রের এখনও কোনো প্রচারণা শুরু করিনি। আপাতত নিজেদের আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুয়েক দিনের মধ্যে প্রচার শুরু হবে। তবে গল্পের প্রধান চরিত্র অভিনেত্রী পপি সেখানে থাকতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করবে কি না সে বিষয়েও কিছু বলতে পারছি না।’
জানা গেছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ চলচ্চিত্রে পপির চরিত্রটি একজন ডিবি কর্মকর্তার। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। তিনিও অনেক দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে।জানা যায়, প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করেন পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে। পপি-আমিন খান ছাড়াও চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।
লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। ১৯৯৭ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। এখন পর্যন্ত দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ, ‘কি যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি। এক সময় শীর্ষ নায়িকার স্থান দখল করেছিলেন তিনি।
নিপুণ আক্তার: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে আজকাল তিনি বেশি ব্যস্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে।
গত ২১ নভেম্বর আদালতের আদেশে দায়িত্বটি বুঝে পেয়েছেন এই নায়িকা। এবার নিপুণ দিলেন নতুন এক সিনেমার খবর। যেটি তিনি নিজেই তৈরি করবেন। আর এই চলচ্চিত্রটি হবে প্রতিবন্ধীদের নিয়ে।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান নিপুণ। মূলত ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখেই এই বোধোদয় হয় নায়িকার।
নিপুণ তার পোস্টে লেখেন, ‘আজ ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর নির্মিত মুভিটি দেখে আমি সত্যিই আনন্দিত। প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর একটি মুভি আমিও বাংলাদেশে তৈরি করব ইনশাআল্লাহ। আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও অভিনয় করবেন।’
প্রসঙ্গত সবশেষ গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় নিপুণ অভিনীত চলচ্চিত্র ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানা পরিচালিত চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও নবীন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু প্রমুখ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ