সুদর্শনা সোনারিকা ভাদোরিয়ার জন্মদিন আজ। ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সোনারিকা। যশধাম হাই স্কুল ও ডিজি রুপারেল কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি।
২০১৮ সালে টাইমস অব ইন্ডিয়ার সবচেয়ে চাহিদাসম্পন্ন ২০ জন নারীর তালিকায় জায়গা করে নেন এই অভিনেত্রী। ২০১১ সালে আত্মপ্রকাশ করে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন।
সোনারিকা ভাদোরিয়ার অভিনয় জীবন শুরু হয় ২০১১ সালে টিভি সিরিয়াল ‘তুম দেনা সাথ মেরা’ দিয়ে। এরপর তিনি ‘দেবো কে দেব…মহাদেব’ দিয়ে জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে সোনারিকা অভিনয় করেছেন ‘পৃথিবী ভল্লব ইতিহাস ভি, রহস্য ভি’, ‘দাস্তান ই মোহাব্বত সালিম আনারকলি’ ও ‘ইশক মে মারজাওয়া’ সিরিয়ালগুলোতে।
২০১৫ সালে শুরু হয় সোনারিকার সিনে ক্যারিয়ার। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘জাদুগাদু’। এরপর তিনি ‘স্পিডুনুডু’, ‘এদো রাকাম আদো রাকাম’ দুটি তেলেগু সিনেমায় কাজ করেছেন।
২০১৬ সালে তিনি ‘সাসে’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। ২০১৭ সালে ‘ইন্দ্রজিৎ’ সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয়।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ