ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নিষিদ্ধ হচ্ছেন রশ্মিকা মন্দানা!

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ১৩:০১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১৩:১৪

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রশ্মিকা মন্দানা এখন ‘ন্যাশনাল ক্রাশ’। মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা’ ছবিতে তার নাচ দেখে পুরুষ দর্শকের হৃদয়ে ঝড় তোলেন এই অভিনেত্রী। আর এসবের মাঝে নতুন খবর পান রশ্মিকা। সাক্ষাৎকারে প্রযোজনা সংস্থার নাম উল্লেখ না করায় তার ছবি নিষিদ্ধ ঘোষণা করতে চলেছিল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি।

যৌথভাবে রশ্মিকার ‘কিরিক পার্টি’ ছবিটির প্রযোজনা করেছিলেন জিএস গুপ্তা এবং রক্ষিত শেট্টি। রক্ষিত শেট্টির সেই প্রযোজনা সংস্থা ‘পরমবহ স্টুডিওর নাম না নেওয়ায় বিতর্কের মুখে পড়েন রশ্মিকা।

রশ্মিকার বিরুদ্ধে প্রযোজনা সংস্থা অভিযোগ আনেন, তিনি নাকি ‘অকৃতজ্ঞ’। তাই যে প্রযোজনা সংস্থার হাত ধরে তার সাফল্যের শুরু হলেও তাদের নামই ভুলে গিয়েছেন অভিনেত্রী। বিতর্কের মুখে তার ছবি নিষিদ্ধ ঘোষণার ডাক দেন সমালোচকদের একাংশ। প্রযোজক রক্ষিতের নাম না নেওয়ায় তার প্রযোজনা সংস্থার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করায় রশ্মিকার ওপর বেজায় চটেছেন কন্নড় অনুরাগীদের একাংশ। রশ্মিকার পরবর্তী ছবি ‘পুষ্পা ২’ এবং ‘বরিশু’ কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ঘোষণার ডাক দেন তারা।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, প্রযোজক রক্ষিত শেট্টির সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রশ্মিকা। দুজনের নাকি আংটি বদলও হয়েছিল। ২০১৭ সালের ৩ জুলাই তাদের বাগদান হয়। পরে কোনো এক অজ্ঞাত কারণে রশ্মিকা-রক্ষিতের সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রশ্মিকা-রক্ষিত। তবে পুরনো বিষয় নতুন করে সামনে আনতে চান না অভিনেত্রী। ‘কিরিক পার্টি’ ছবির পরিচালক ঋষভ শেট্টিও রশ্মিকার ওপর অসন্তুষ্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ