বিবাহিত নারীদের নিয়ে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর মঞ্চে অভিনেতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল।
তার অভিযোগ, গত ১১ নভেম্বর ওই অনুষ্ঠানে মীর সাব্বির মঞ্চে এলে ইসরাত পায়েল অভিনেতাকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন। মীর সাব্বির তখন উপস্থাপিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা (এই মেয়ে তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছ কেন?’
মীর সাব্বিরের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহবান জানিয়েছেন ইসরাত। বিষয়টিকে কেন্দ্র করে দেয়া ইসরাতের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পায়েল বলেন, ‘মীর সাব্বির ভাই, আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার করবেন। আপনার যদি নারীর পোশাক নিয়ে আপত্তি থাকে সেটা আপনি আপনার পরিবারের ওপর প্রয়োগ করতে পারেন। অন্যদের পোশাক নিয়ে নাক না গলানোই উচিত হবে।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ