ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নোরা ফাতেহিকে নিয়ে অভিনব প্রতারণা!

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ০৯:০৭

এর আগে বলিউডের একাধিক সুপার স্টার বাংলাদেশে এসেছেন। এদেশের দর্শকদের আনন্দ দিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করতে এসেছিলেন তারা।

এর মধ্যে এর আর রাহমান সালমান খান, শাহরুখ খান, শিল্পা শেঠি, কাটরিনা কাইফ, রানী মুখার্জী, অর্জুন রামপাল এবং সর্বশেষ সোহেল খানসহ অসংখ্য তারকা এদেশে এসেছেন। কিন্তু নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে যতটা জল ঘোলা হয়েছে এর আগে কখনও ততটা হয়নি। নোরা ফাতেহিকে নিয়ে কেন এত আগ্রহ দর্শকের?

জানা যায় বলিউডের আইটেম গার্ল তারকা নোরা ফাতেহির জনপ্রিয়তা এখন তুঙ্গে। মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।

জনপ্রিয় এই তারকা ঢাকায় আসার ঘটনা নিয়ে নানা রটনা শোনা যাচ্ছে। একের পর এক নানা নাটকীয়টার জন্ম দিচ্ছে নোরার ঢাকায় আসার বিষয়টি। কয়েক দফা বাধা পেরিয়ে আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেয়ার অনুমতি পেয়েছিলেন এই বলিউড তারকা।

গত ৭ নভেম্বর অনুমতিটি দেয় তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, একটি তথ্যচিত্রের শুটিংয়ের জন্য বলিউড তারকা নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্রটি তৈরি হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। কিন্তু জানা গেছে, ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি শোতে অংশ নেবেন নোরা ফাতেহি।

‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামের ওই অনুষ্ঠানের টিকিটমূল্য-ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা। তবে টিকিট বিক্রির কোনো ধরনের অনুমতি আয়োজক প্রতিষ্ঠানকে দেয়া হয়নি বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর নোরা ফাতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন। প্রজ্ঞাপনের শর্তে আরও বলা হয়, শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি ওই তথ্যচিত্র নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।

প্রজ্ঞাপনে রাজস্ব বোর্ড স্পষ্ট করে জানায়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যেকোনও ধরনের অনুষ্ঠানে বা শুটিংয়ে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা-বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককেও চিঠি দিয়েছে এনবিআর। তাদের কাছে নোরা ফতেহি সঠিকভাবে আয়কর দিয়েছেন কি না, তা নিশ্চিত করার অনুরোধ করেছেন এনবিআরের সদস্য শাহীন আক্তার। এ ছাড়া ওই অনুষ্ঠানে নোরার সঙ্গী অন্য কলাকুশলীদের কাছ থেকে আয়কর আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিতে ঢাকা আসার কথা বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। সেই জন্য নোরাকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। গত ৭ নভেম্বর সোমবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে তাকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়।

উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। নোরা ফাতেহির বাংলাদেশ সফরে আর কোনো আইনি জটিলতা নেই।

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিজ নোরা ফাতেহিকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলো।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ