একই দিনে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত দুটি সিনেমা। একটি ‘ভাঙন’ অন্যটি ‘দেশান্তর’। সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী মৌসুমী।
মূলত ‘ভাঙন’ সিনেমার গল্প একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে নিয়ে। অন্যদিকে দেশভাগের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দেশান্তর’।
এরমধ্যে ‘ভাঙন’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবি প্রসঙ্গে কথা বলার পাশাপাশি উপস্থিত থাকা ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে মৌসুমী বলেছেন, নতুন অনেকে ইন্ডাস্ট্রিতে আসছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো মানের কাজ করছেন। নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালে তারা আরো অনেক ভালো কাজ করতে পারবেন।
তিনি বলেন, আপনারা যদি শুধু তাদের স্ক্যান্ডাল খোঁজেন, তাহলে তারা এগিয়ে যেতে পারবেন না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।
সিনেমা দুটির মুক্তি উপলক্ষে হলে গিয়ে সিনেমা দেখতে যাবেন কিনা এ প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, অবশ্যই হলে গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখার ইচ্ছে রয়েছে। যদি এমন হয় যে কাছাকাছি সিনেমা হলে দুটি সিনেমা চলছে, তখন আসলে যাওয়া যেতে পারে। আর যদি তা না হয়, তাহলে সময় বের করা একটু কঠিন হয়ে যাবে। তার পরও চেষ্টা থাকবে সিনেমাগুলো হলে গিয়ে উপভোগ করার।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ