দীর্ঘ তিন বছর পর দেশে ফিরে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেছেন দু’দশকের ফিল্মি ক্যারিয়ারে সব সময় পুরুষদের তুলনায় নিচে রাখা হয়েছে তাকে। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি বদলাতে চলেছে। এবার চলচ্চিত্রেও মহিলাদের সমান জায়গা দেয়া হবে। এমনটাই আশা করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তার ‘জি লে জারা চলচ্চিত্রটি একটি মহিলা কেন্দ্রিক, এখানে নারীত্বকে উদযাপন করা হবে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’ কিংবা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো এই চলচ্চিত্রে মেয়েদের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে। ‘জি লে জারা’য় প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে দেখা যাবে।
এই চলচ্চিত্রের বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি তার ক্যারিয়ারের দীর্ঘ সময় পুরুষদের তুলনায় নিচে থেকেছেন। অভিনেতারা ঠিক করতেন কোথায় শট নেয়া হবে, চলচ্চিত্রে কাকে নেয়া হবে, কী হচ্ছে না হচ্ছে, ইত্যাদি। কিন্তু এখন সময় এসেছে যেখানে মহিলারা তাদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে।
প্রিয়াঙ্কা চোপড়া আরও জানান, আগামীতে এমন এক ছবি হোক না মেয়েদের, সেই চলচ্চিত্র বক্স অফিসে ভালো ব্যবসা করুক, আর তার পুরো কৃতিত্ব তাদেরই থাক। এই বিষয়টি তিনি তার সহকর্মীদের বলেছিলেন এবং তারা রাজি হয়েছেন। জানা গেছে ‘জি লে জারা’ চলচ্চিত্রের শুটিং আগামী বছর শুরু হবে।
এদিকে ব্যবসায়িক কারণে তিন বছর পর ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের বেশ কয়েকটি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি আছে। এ সংক্রান্ত বিভিন্ন কাজ তার ভারতে ফেরা। এ ছাড়া পরিচালক বিশাল ভরদ্বাজ ও সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। এ নিয়ে কথাবার্তাও চূড়ান্ত করতে চান তিনি। ভারতের নন্দিত দুই পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। এছাড়া প্রিয়াঙ্কাকে সামনে রুশো ভাতৃদ্বয়ে সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ