ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে প্রচারে যাবেন তিশা

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২২, ১০:৩০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২, ১০:৩২

আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ।

এ সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ইতোমধ্যেই সিনেমাটি প্রচার শুরু হয়েছে। রোববার (০৬ নভেম্বর) প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হলো ঢাকায় প্রচার কার্যক্রম। এতে অংশ নেন তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার প্রমুখ। এ সময় তারা উপস্থিত ছাত্রীদের হাতে সিনেমার টিকিটও তুলে দেন।

এ সময় তিশা বলেন, আশা করছি, সবাই সিনেমাটি দেখতে হলে যাবেন। সবাই সিনেমাটি দেখলেই আমরা আরো কাজ করার সাহস পাব। ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি সমস্ত নারীকে উৎসর্গ করার কথাও বলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

এর আগে গত বুধবার চট্টগ্রাম থেকে সিনেমার প্রচার শুরু হয়। প্রীতিলতার সাথে ওপার বাংলাও অনেক ইতিহাস-স্মৃতি জড়িয়ে আছে। তাই ভারতেও ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন নির্মাতা। ডিসেম্বরে নির্মাতা-শিল্পীরা যাবেন কলকাতায়। সেখানেও চালাবেন সিনেমার প্রচার।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ