মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা ধ্বনি’তে অভিনেতা নীরবের সঙ্গে সুনেরা নয়, অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ইতোমধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।
এই চলচ্চিত্রে দুজনকেই মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে। ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের পরিচালক খ ম খুরশীদ জানিয়েছেন গত ১ নভেম্বর থেকে চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন তিনি। আগামী ৯ নভেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ে শুটিং চলবে। এরপর আগামী ডিসেম্বর চলচ্চিত্রের বাকি অংশের শুটিং হবে।
জানা গেছে মাদারীপুরের পদ্মার চরে শুক্রবার শুটিংয়ে অংশ নেন নীরব-চমক। পরিচালক খ. ম. খুরশিদও বিষয়টি নিশ্চিত করেন। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে নীরব বলেন, আমার চরিত্রটি একজন মুক্তিযোদ্ধার। বেশ চ্যালেঞ্জিং চরিত্র। এতে আমার চরিত্রের দুটি বয়স দেখানো হবে একটি ৭১ সালের যুবক, আরেকটি ২০২২ সালের বয়োবৃদ্ধ। অভিনেত্রী চমকও দুটি বয়সে পর্দায় হাজির হবেন। তাদের দুজনের একটি লক্ষ্যে ‘জয় বাংলা’ স্লোগান সবার মধ্যে ছড়িয়ে দেয়া।
নীরব বলেন, তরুণ প্রজন্মের মধ্যে জয় বাংলা স্লোগান ছড়িয়ে দেয়া নিয়ে কাজ করি আমরা। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়ানোর লক্ষ্যেও কাজ করি। শুটিংয়ের মাত্র ৪ দিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন চমক। এতে স্বাভাবিকভাবেই আলাদা করে চরিত্রের জন্য প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। চলচ্চিত্রে যুক্ত হতে পেরে অনেকটাই উচ্ছ্বসিত চমক।
এ প্রসঙ্গে চমক বলেন, প্রথমবারের মত চলচ্চিত্রে কাজ করতে গিয়ে খুব ভালো লাগছে। তাও আবার শুরুটা হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে। আমি মনে করি মুক্তিযুদ্ধের যে চেতনা তা আমরা সবাই অন্তরে ধারণ করি। তাছাড়া গল্পটাও পরিচিত আগে থেকে। তাই কাজ করতে গিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আশা করি কাজটি ভালো হবে।
খ. ম. খুরশীদ পরিচালিত ‘জয় বাংলার ধ্বনি’ চলচ্চিত্রের কাহিনী লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। এ দিকে এই চলচ্চিত্রে সুনেরার অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্র থেকে সরে আসেন তিনি। পরিচালকের সঙ্গে নাকী তার স্ক্রিপ্ট নিয়ে বোঝাবুঝির ভুল হয়েছে। প্রথম দিকে পরিচালক তাকে যে স্ক্রিপ্ট দিয়েছিলেন পড়ে আর সেটা পাননি তিনি। এ কারণে চলচ্চিত্রে কাজ করছেন না সুনেরা।
প্রসঙ্গত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা ধ্বনি’ সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে। চলচ্চিত্রটি প্রযোজনায় রয়েছে এ-ওয়ান টেলিমিডিয়া। চলচ্চিত্রের কাহিনিকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। আর চলচ্চিত্রটির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন খ. ম. খুরশীদ।
নীরব ও চমক ছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন কিংবদন্তী অভিনেতা আসাদুজ্জামান নূর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, পীরজাদা শহীদুল হারুন, রফিকউল্লাহ সেলিম, হাফিজুর রহমান সুরুজ, সায়েম সামাদ, নিরব, খ. ম. খুরশীদ, মাহাথির শামস, সুজন রাজাসহ আরও অনেকে। চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শাজাহান খান এমপি।
নির্মাতা ও প্রযোজক খ. ম. খুরশীদ বলেন আমরা আশা করছি ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধ বিষয়ে দেশবাসীকে একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ দেয়ার মতো একটি চলচ্চিত্র হবে ‘জয় বাংলা ধ্বনি’। চলচ্চিত্রটি যাতে ভালোভাবে শেষ করতে পারি এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতার পাশাপাশি দোয়া ও আশির্বাদ কামনা করি।
জানা যায়, চলতি বছরের গত ২৫ আগস্ট ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের মহরত হয়। অনুষ্ঠানে জয় বাংলা স্লোগানে চলচ্চিত্রের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ