দেশভাগের পটভূমিতে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেশান্তর’ আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে।
এর প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। আর এ চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী মৌসুমী। দেশান্তরের মধ্য দিয়েই দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন প্রিয়দর্শিনী এই অভিনেত্রী। এ সিনেমায় মৌসুমীর বিপরীতে রয়েছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল।
এ প্রসঙ্গে ছবির পরিচালক আশুতোষ সুজন বলেন, পরম যত্নে ছবিটি আমি নির্মাণ করেছি। ছবিতে দেশপ্রেম তুলে ধরা হয়েছে। আশা করছি দর্শকরা আমাদের এ প্রচেষ্টাকে সাদরে গ্রহণ করবেন।
সিনেমাটি সম্পর্কে মৌসুমী গণমাধ্যমকে বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের সিনেমার বাঁকবদল হয়েছে। তাই বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য যে ধরনের গল্প ও চরিত্র খুঁজছিলাম, তা পেয়েছি ‘দেশান্তর’ ছবিতে। তাই আনন্দ নিয়েই এ ছবিতে কাজ করেছি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ