ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩ প্লাটফর্মে দীঘি

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ১২:০১

সিনেমা, টেলিভিশন ও ওয়েব ফিল্ম; এই তিন প্লাটফর্মেই কাজ শেষ করলেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। আগামী মাস থেকে একে একে দর্শকের সামনে আসবে কাজগুলো।

সম্প্রতি নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করলেন দীঘি। নাম ‘তাম্মি’। এতে তিনি অভিনয় করেছেন নামভূমিকায়। এবারই প্রথম নামভূমিকায় অভিনয় করলেন দীঘি। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদ।

এ প্রসঙ্গে দীঘি বলেন, এবারই প্রথম নামভূমিকায় অভিনয় করলাম। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়েছে তাম্মি ওয়েব ফিকশনে। পরিচালকের সহযোগিতায় চরিত্রটিকে সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

দীঘি জানান, শিগগিরই এই ওয়েব ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে।

এছাড়াও দীঘি অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তিনি শেষ করলেন সরকারি অনুদানে আব্দুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোছনায়’ সিনেমার কাজ। এখন সিনেমাটির শেষ ভাগের কিছু কাজ বাকি।

অন্যদিকে, রাকিব আহমেদের পরিচালনায় একটি নতুন বিজ্ঞাপনে মডেল হলেন দীঘি। বিজ্ঞাপনটি আগামী মাসেই প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। এতে দীঘির সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক মামনুন ইমন।

উল্লেখ্য, ২০০৬ সালে দীঘি প্রথম অভিনয় করেন ‘কাবুলিওয়ালা’ সিনেমায়। সেবারই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার হাতে। এরপর ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমা দু’টিতেও দীঘি অর্জন করেন জাতীয় পুরস্কার। নায়িকা হিসেবে তার সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ