ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
পূজাকে নিয়ে গুঞ্জন

শাকিবের নজরদারিতে যারা

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২২, ০৯:০০

ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান মাসজুড়েই নানা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। চিত্রনায়িকা বুবলীর পর আরেক উঠতি নায়িকা পূজা চেরি রায়কে ঘিরে নানা গুঞ্জনের জবাবে ‘লিগ্যাল’ হুমকি দিয়েছিলেন কিং খান শাকিব। এবার তারই বাস্তবায়ন ঘটালেন শাকিব খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান আভাস দিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির বক্তব্য যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

শাকিবের ভাষায়, বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ে ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নানা ধরনের পোস্ট করা হতে থাকে বলে অভিযোগ ওঠে।

সংবাদমাধ্যমগুলোতেও শাকিব খান, বুবলী এবং পূজা চেরি রায়কে নিয়ে নানা ধরনের খবর ও প্রতিবেদন প্রকাশ করতে থাকেন। বিষয়টি নিয়ে তৎপর হয়েছে শাকিব খান। ব্যক্তিগত জীবনের রেশ ধরে এত বিতর্কের পর এবার সোশ্যাল সাইটের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন তিনি। এ জিডির নম্বর ১৩২৭।

গত বৃহস্পতিবার রাতে সাইবার অপরাধের অভিযোগ এনে এ জিডি করেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান। শাকিব খানের ব্যক্তিগত জীবন টেনে নানাভাবে হেয় করার অভিযোগে ঢাকার গুলশান থানায় এ জিডি করা হয় ১৩ ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে।

জানা গেছে, জিডিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নিরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শোবিজ গ্ল্যাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

এ তথ্য নিশ্চিত করে গুলশান থানার ওসি শেখ শাহনুর রহমান জানান, শাকিব খানের পক্ষে ১৩ ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে জিডি করা হয়। এ জিডির পরিপ্রেক্ষিতে কর্তব্যরত পুলিশ পুরো বিষয়টি তদন্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। শাকিব যে আইনের পথে হাঁটবেন তা তিনি আগেই তার অফিসিয়াল পেজে একটি পোস্টে ভক্তদের জানিয়েছিলেন। এবার সেটিই করে দেখালেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।

এসব ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। একইসঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। গুলশান থানার ওসি বিএম ফরমান আলী বলেন, জিডিতে যেসব লিংক দেয়া হয়েছে, সেগুলো তদন্তের জন্য সাইবার অপরাধ বিভাগে পাঠানো হচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ