ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদেশে তারকাদের ঘোরাঘুরি

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২২, ১১:১৭

আসছে শীত মৌসুম। এই সময়টাতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জমজমাট থাকে মিডিয়াপাড়া। তবে শীত আসার আগেই সাম্প্রতিক সময়ে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের বিদেশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। ঘোরাঘুরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে অনেকেই বিদেশের মাটিতে অবস্থান করছেন। কেউ কেউ আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

দুবাইয়ে মৌসুমী ওমর সানী : দাম্পত্য জীবন প্রায় তিন দশকের। এর মাঝে মাস কয়েক আগে সম্পর্কে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। সিনেপাড়ায় গুঞ্জন চাউর হয়েছিল ভেঙে যাচ্ছে এ তারকা জুটির দীর্ঘদিনের সাজানো সংসার! সেই মেঘ কেটে গেছে আরও আগেই। বর্তমানে সুসময়ই কাটাচ্ছেন ওমর সানী ও মৌসুমী দম্পতি। সেই সুসময়কে আরও রাঙিয়ে নিতেই মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবকাশ যাপনে গেছেন তারা। দুজনার ঘোরাঘুরির ছবি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন ওমর সানী। ক্যাপশনে লেখেন, ‘ইয়া হাবিবি’। আরবি শব্দযুগল ‘ইয়া হাবিবি’র বাংলা অর্থ দাঁড়ায় ‘ওহে বন্ধু’। এভাবেই নিজেদের সম্পর্কটাকে মূল্যায়ন করলেন ‘কুলি’খ্যাত অভিনেতা।

গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী দুবাইয়ে দুজনের কাটানো ঝলমলে কিছু মুহূর্তের ছবি আপলোড করেন। যেখানে ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দেন স্বামী-স্ত্রী। ছবিতে দেখা যায়, সানীর পরনে অ্যারাবিয়ান কালো রঙের জোব্বা এবং মৌসুমীর পরনে ধূসর রঙা প্রিন্টেড লেগিংস ও কালো রঙের টি-শার্ট।

মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী ও ওমর সানী অভিনীত নতুন চলচ্চিত্র ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালনায় চলচ্চিত্রে মৌসুমীর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

নিউইয়র্কে এক ঝাঁক শিল্পী : নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরার মিলনায়তনে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের এক ঝাঁক তারকাশিল্পীর উপস্থিতি লক্ষ করা গেছে। বাংলাদেশের চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, মোহাম্মদ মোস্তফা কামাল রাজসহ যুক্তরাষ্ট্রের মডেল এবং বলিউড অভিনেত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে যাওয়ার কথা ছিল শাকিব খান এবং পূজা চেরি রায়। তবে শেষ পর্যন্ত তারা যান নি। নিউইয়র্কে অনুষ্ঠিত ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, শাহনাজ খুশি, তাহসান খান, দিলশাদ নাহার কনা, শাকিব খান ও চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম, পূজা চেরী রয়, জিয়াউল হক পলাশ, মোস্তফা কামাল রাজ, বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি, ফারিয়া শাহরিন, লোকগানের শিল্পী কালা মিয়া, সংবাদ পাঠিকা রুমানা আফরোজ, প্রবাসী শাহ মাহবুব, রানো নেওয়াজ, রায়ান তাজ, গায়িকা নীলিমা শশী, মরিয়ম মারিয়া, ইমন ও উপস্থাপক বাবু জামান।

তবে ঢালিউডের ২০তম এই আসর আশানুরূপ সফল হয়নি। শাকিব খান ও পূজা না থাকায় দর্শক উপস্থিতি অনেকটাই কম ছিল বলে জানায় আয়োজকরা।

বিশ্বের দুই সংগীত উৎসবে সুমি : বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছে। এ ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক কনসার্টে অংশ নিচ্ছে দলটি। এবার বিশ্বের সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স’ আসরে যোগ দিচ্ছেন ‘চিরকুট’ ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। জানা গেছে, পর্তুগালের লিসবনে এই মিটিং শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

এতে অংশ নেয়ার জন্য মঙ্গলবার পর্তুগালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সুমি। এ প্রসঙ্গে সুমি জানান, ‘ওম্যাক্স ২২’ আসরের পর তিনি যোগ দেবেন নরওয়ের বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল’-এ। এটি ৩১ অক্টোবর শুরু হবে এবং শেষ হবে ৬ নভেম্বর। দুটো আয়োজনে চিরকুটের হয়ে অংশ নিচ্ছেন সুমি। যেখানে ব্যান্ডের সঙ্গে তার পরিচিতি হিসেবে থাকছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকটিভিস্ট, গীতিকবি, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে।

মালয়েশিয়ায় কনসার্ট : এদিকে দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আগামী ২২ ও ২৩ অক্টোবর মালয়েশিয়ার শাহআলম ও কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেপান্তর বাংলদেশি কনসার্ট-২০২২’। আয়োজকরা জানান কনসার্টে কণ্ঠশিল্পী মনির খান, আঁখি আলমগীর, শিল্পী সালমা, অমি, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আঁচলসহ একঝাঁক নৃত্যশিল্পী অংশ নেবেন।

আগামী ২২ অক্টোবর শাহ-আলমে জালান নাগাসারির লাতানিয়া বলরুম এবং ২৩ অক্টোবর কেএলসিসি সংলগ্ন উইসমা এমসিএ হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মনির খান, আঁখি আলমগীর, সালমা এখনও তুমুল জনপ্রিয়। বাকী শিল্পীরাও প্রবাসীদের কাছে সুপরিচিত।

যার কারণে এই কনসার্ট নিয়ে প্রবাসীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা। আয়োজকরা জানান বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদেরকে উৎসাহিত করতে এ আয়োজন করা হচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ