ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নতুন বিতর্কে স্বস্তিকা

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২২, ১২:২৮

ভারতের বাংলা ছবির আলোচিত তারকা স্বস্তিকা মুখার্জি। কটাক্ষ বা সমালোচনা কোনো কিছুকেই গায়ে মাখেন না এই অভিনেত্রী। বিভিন্ন সময় সাহসী রূপে পর্দায় হাজির হয়েও আলোচনায় এসেছেন স্বস্তিকা। এবার কিছু বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা।

কয়েক দিন আগে দুর্গাপূজার কার্নিভ্যালে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন স্বস্তিকা। সেই রেশ কাটতে না কাটতেই বিতর্কের জন্ম দিলেন তিনি।

সম্প্রতি ‘মিটু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব’— এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাসভায় যোগ দেন স্বস্তিকা। সেই অনুষ্ঠানে যোগ দেয়ার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক। হোক আলোচনা, বাড়াও চেতনা, মুক্ত হোক মন।’

এসব ছবির মধ্যে কয়েকটি ছবিতে দেখা যায়, এসএফআই-এর ‘প্রতিবাদী’ পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন স্বস্তিকা। যেখানে বড় বড় হরফে লেখা—‘আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম।’ ব্যাস, এ লেখা দেখেই চটেছে নেটিজেনরা। অনেকে স্বস্তিকাকে নিয়ে ট্রল করছেন।

সুদীপ ঘোষ লিখেছেন, ‘মন্দিরে আজান খুব ভালো, সাহস করে মসজিদে কীর্তনটা লেখার জন্য বুকের পাটা দরকার হয়।’ টিটু বিশ্বাস লিখেছেন, ‘সবসময় মন্দিরে আজান কেন? মসজিদে কীর্তনটাও লিখুন। ধর্মনিরপেক্ষতার নামে তোষণ নীতি দিয়ে আর যাই হোক বিপ্লব সম্ভব না!’ আরেকজন লিখেছেন, ‘চোখে চশমা পড়ে, কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ ঝুলিয়ে এনারা নিজেদেরকে খুব উচ্চশিক্ষিত মনে করেন।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ