ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন পরিচয়ে শাহনূর 

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২২, ১০:৪৪

সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই তুমুল জনপ্রিয় তিনি। এছাড়া দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।

মূলত ১৯৯৯ সালে ‘ফাঁসির আদেশ’ দিয়ে বাংলা সিনেমায় অভিনয় শুরু করেন শাহনূর। ‘জিদ্দি সন্তান’, ‘সাহসী মানুষ চাই’, ‘কারাগার’, ‘হাজার বছর ধরে’, ‘মায়ের জন্য যুদ্ধ’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। তবে এবার সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন তিনি।

জানা গেছে, সম্প্রতি শুরু হয়েছে ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমার শুটিং। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা, সুচরিতাসহ অনেকে। শাহনূরও অভিনয়ে আছেন। পাশাপাশি কাজ করছেন পরিচালক ছটকু আহমেদের সহকারী হিসেবে।

এ প্রসঙ্গে শাহনূর বলেন, আগে ছটকু স্যারের দুটি সিনেমায় অভিনয় করেছিলাম। তার সাথে কাজ করার সময় মনে হয়েছে, আমি যদি তার সহকারী পরিচালক হওয়ার সুযোগ পেতাম! এই ইচ্ছার কথা জানানোর সাথে সাথে স্যার রাজি হয়েছেন।

ছটকু আহমেদ বলেন, শাহনূর মেধাবী অভিনেত্রী। পরিচালনার দিকেও তার মনোযোগ আছে। আগেও আমার সহকারী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে আমার শারীরিক অসুস্থতার কারণে শাহনূরকে অপেক্ষা করতে বলেছিলাম। এবার যখন তাকে অভিনয়ের প্রস্তাব দিই, তখন সে সহকারী হওয়ার কথা পুনরায় মনে করিয়ে দেয়। তাই শাহনূরকে সুযোগটা করে দিলাম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ