শাকিব খান প্রযোজিত সরকারি অনুদানে নির্মিতব্য ‘মায়া’ চলচ্চিত্রে থাকছেন পূজা চেরি রায়। মাঝে জটিলতা সৃষ্টি হওয়ায় এই চলচ্চিত্রের পরিচালক এবং নায়িকা পূজা বাদ পড়েছেন বলে চাউর হয়েছিল। তবে সর্বশেষ জানা গেছে পরিচালক হিমেল আশরাফ এবং শাকিব খানের নায়িকা হিসেবে পূজা চেরি রায়ই থাকছেন।
চলতি বছর ‘মায়া’ নামের চলচ্চিত্রের জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন ‘কিং খান’খ্যাত শাকিব খান। এ বছরেই চলচ্চিত্রের শুটিংও হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতা হিমেল আশরাফ গণমাধ্যমকে জানিয়েছেন আগামী বছরের মার্চের আগে চলচ্চিত্রে শুটিং শুরুর সম্ভাবনা নেই।
এ বিষয়ে গণমাধ্যমকে নির্মাতা হিমেল বলেন, ‘আমরা চলচ্চিত্রের চিত্রনাট্যে শেষ মুহুর্তের ঘষামাজা করছি। তা শেষ হওয়ার আগে তো শুটিং শুরু করা সম্ভব না। তাছাড়া আনুষঙ্গিক কিছু প্রস্তুতিও আছে। সেগুলোও আমরা শেষ করে আনছি। সবমিলিয়ে আশা করছি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চে আমরা শুটিং শুরু করতে পারব।’
মাঝে খবর রটেছিল ‘মায়া’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে নায়িকা ও পরিচালক দুটিই পরিবর্তন হবে। এ প্রসঙ্গে হিমেল বলেন, ‘ পরিচালক আমিই থাকছি এবং নায়িকা হিসেবে পূজা চেরী রায়ও চূড়ান্ত। আশা করি বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। পুরো চলচ্চিত্রের শুটিং বাংলাদেশে হবে। আবার চলচ্চিত্রটি না হওয়ার সম্ভাবনার গুঞ্জনও তিনি উড়িয়ে দিয়ে বলেন এটা সরকারি অনুদানের চলচ্চিত্র। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ করে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়।’
তিনি আরো বলেন, ‘এটা কেন কী কারণে কেউ ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। যে বাজেট দেয়া হয়েছে তার সঙ্গে শাকিব নিজেও বিনিয়োগ করবেন বলে জানিয়ে হিমেল বলেন সরকারি অনুদান আমাদের জন্য বিরাট সাপোর্ট। কিন্তু আমাদের যে গল্প তাতে আরও বিনিয়োগ লাগবে। সেক্ষেত্রে শাকিব ভাইয়ের এসকে ফিল্মস তা করবে বলে আমি জানি।’
‘মায়া’ চলচ্চিত্র অনুদানের জন্য মনোনিত হওয়ার পর শাকিব খান জানিয়েছিলেন, তার প্রযোজিত চলচ্চিত্রটি হবে ‘লার্জার দ্যান লাইফ’। অনুদানটা হয়তো বাড়তি সংযোজন হিসেবে কাজ করবে। কিন্তু এর বাজেট হবে অনেক বেশি।
শাকিব বলেন, ভিএফএক্স ও সিজির কাজ হবে বিশ্বমানের। বাইরের ছবি দেখে আমাদের মনে হতো কেন আমরা এসবের চেষ্টা করি না, ‘মায়া’ অনেকটা তেমন প্রেক্ষাপট ও আয়োজনের ছবি হবে। গল্পটাকে সঠিকভাবে তুলে ধরতে বাজেটে কোনো ছাড় হবে না। ‘এসকে ফিল্মস’ থেকে হিমেল আশরাফ আরও দুটি চলচ্চিত্র নির্মাণের কথা রয়েছে। এগুলো হলো ‘রাজকুমার’ ও ‘প্রিয়তমা’। চলচ্চিত্র দুটির শুটিংও আগামী বছর হবে বলে জানান হিমেল।
এদিকে সাম্প্রতিক সময়ে শাকিব খান এবং পূজা চেরি রায়ের প্রেম ও বিয়ে গুঞ্জন নিয়ে দুইজনেই সরব হয়েছেন। পূজা বলেছেন ‘ব্যক্তিগতভাবেও এই বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন!
কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি-দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের শ্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে শাকিব খান বলেন ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ