ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডলার সংকটে ঢাকায় আসছেন না নোরা ফতেহি

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২২, ২১:৩৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ২১:৪৭

ডলারের সংকটের কারণে বলিউডের হার্টথ্রব নোরা ফতেহিকে ঢাকায় আনার অনুমতি দেওয়া হয়নি। সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নোরা ফতেহিকে ঢাকায় আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করে আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে নাচ পরিবেশনের কথা ছিল এ নৃত্যশিল্পীর।

তবে এই প্রজ্ঞাপনকে আমলে নিচ্ছেন না আয়োজকরা। তাদের পূর্ণ বিশ্বাস, অনুষ্ঠানটি হবে এবং সেখানে নোরা ফাতেহি পারফর্ম করবেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে অনুষ্ঠানটির নির্বাহী সৈকত জোয়ারদার বলেন—‘আমাদের কাছে এখন পর্যন্ত নেতিবাচক কোনো নির্দেশনা আসেনি।’

তিনি আরো বলেন, ‘আসলে অনেক মানুষ চাচ্ছেন যে, নোরা ফাতেহি না আসুক। দিনশেষে তো আসবে, ভালোভাবে পারফর্ম হবে। এভরিথিং ইজ ওকে। মাঝখানে নেগেটিভ প্রচারণা করিয়ে আমাদের আরো উপকার করছেন তারা। সুতরাং আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত নই।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ