ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৯ দিন পর বাসায় ফিরলেন রনি

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ১৪:৫৩
ছবি - সংগৃহীত

২৯ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে রনি দেশের মানুষ, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রনি বলেন, আমি জেনেছি, শুনেছি এবং ফেসবুকে দেখেছি দেশের মানুষ আমার জন্য দোয়া করেছে, আমার সুস্থতার জন্য তারা দোয়া করেছে। আমার জন্য শুভকামনা জানিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমার সুস্থ হতে যতটা না ওষুধ কাজ করছে তার থেকে বেশি কাজ করেছে এইসব মানুষের সেবা। তাদের সেবায় আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছি।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গাজিপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন, পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ