চিত্রনায়িকা মৌসুমী তার দীর্ঘ ক্যারিয়ারে দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল যে দীর্ঘদিনের সংসার ভাঙছে ঢালিউডের এই প্রিয়দর্শিনীর। তবে গুঞ্জনের খাতা বন্ধ করে দিব্যি চুটিয়ে সংসার করছেন চিত্রনায়ক ওমর সানীর সাথে।
এদিকে আগামী ৩ নভেম্বর এক সময়ের দাপুটে অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। এবারের জন্মদিনটি বলা যায় তার কাছে একটু অন্য রকমই। কারণ এবারের জন্মদিনের পরের দিনই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘ভাঙন’।
সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য পরিচালকের নিজের। ‘ভাঙন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাকে দেখা যাবে রেলস্টেশনের এক চুড়ি বিক্রেতার চরিত্রে। এতে তার সহশিল্পী ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরীসহ আরো অনেকে।
‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। একসময় এসব মানুষ এক সারিতে জড়ো হন। তারা বসবাস শুরু করেন বস্তিতে। তাদের গল্পগুলোই নির্মাতা তুলে ধরেছেন ‘ভাঙন’-এ।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ভাঙন সিনেমার গল্প বাস্তবধর্মী। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। এখন সিনেমা হলে দর্শকের যে জোয়ার চলছে, এটা খুব পজিটিব।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ