ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাহি পূজা মুখোমুখি  

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২২, ১০:১০

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন পর নতুন করে সুবাতাস বইতে শুরু করেছে। মাঝে করোনার কারণে অনেক দিন ঘরমুখী থাকায় প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের চলচ্চিত্র দেখার পুরনো অভ্যাসে অনেকটাই ছেদ পড়েছিল। এমন অবস্থায় অনেক চড়াই-উতরাই পেরিয়ে ঢাকাই চলচ্চিত্র আবারও চেনা ছন্দে ফিরছে। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দিন দ্যা ডে’, ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করেছে। এ কারণে চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। নতুন নতুন চলচ্চিত্র মুক্তি দিচ্ছেন নির্মাতা প্রযোজকরা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দেশজুড়ে নতুন দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে।

পূজা চেরী রায় অভিনীত ‘হূদিতা’ ২১ হলে এবং মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ ৩০ হলে মুক্তি পাচ্ছে। অসম্ভব রকমের মেধাবী দুই অভিনেত্রীই তাদের অভিনীত দুটি চলচ্চিত্র নিয়ে তাদের ভক্ত দর্শকদের সামনে মুখোমুখি হয়েছে। তবে নিজ নিজ চলচ্চিত্রের সাফল্য নিয়ে তারা বেশ আশাবাদী। অবশ্য চলচ্চিত্র দুটির ট্রেলার মুক্তির পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তবে শেষে আসলে কে বাজিমাত করবেন সেটাই দেখার অপেক্ষায় ভক্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষীরা।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন- ‘যাও পাখি বলো তারে’ ভালোবাসার ছবি, প্রেমের ছবি, এত আবেগের ছবিতে আগে কাজ করিনি। চলচ্চিত্রে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আশা করছি, এটি আমার জীবনের সেরা ছবি হবে। ‘অসাধারণ একটা চিত্রনাট্য। সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। শুটিং করতে গিয়ে আমি অনেকটাই ঘোরের মধ্যে ছিলাম। আমি ও আদর মনে হয় যেন সারাক্ষণ চরিত্রের মধ্যেই থাকতাম। ঘোর কাটতে সময় লাগত। মনে হচ্ছিল ছবির মজনু চরিত্রের আদর যেন চরিত্রের মধ্যে মিশেই গেছে। চরিত্রের বাইরেও আমাকে এতটাই কেয়ার নিত মজনু, মনে হতো শুটিংয়ের গল্পেই আছি আমরা। বিশেষ করে একটি দৃশ্য ধারণের জন্য শুটিং স্পটে এক জায়গা থেকে অন্য একটি জায়গায় যাচ্ছি। পথে একটু কাদা। হাঁটতে হাঁটতে কাদায় আমার পায়ের হিল আটকে যায়। ফিরে দেখি সেটি হাতে তুলে পেছনে পেছনে আসছে আদর। এই দৃশ্য দেখে আমি আদরকে বললাম এটি কিন্তু শুটিং না আদর। তুমি মজনু থেকে বের হও। চরিত্র থেকে বের হও। মনে হতো, দৃশ্যের বাইরেও আমাকে সে লাভলীই মনে করত। এমন অবস্থায় শুটিংয়ের দিনগুলো গেছে আমাদের। তবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ওপর আমার ভীষণ রাগ। কারণ, সব ভালো ভালো, সুন্দর সুন্দর সংলাপগুলো আদরকে দিয়ে অভিনয় করিয়েছেন।’ অন্যদিকে ‘হূদিতা’ প্রসঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি বলেন, জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে প্রথমবার সাহিত্য নির্ভর চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছি। চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি। আমার বিশ্বাস দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হূদিতা’ দর্শকদের নিরাশ করবে না।

‘হূদিতা’ চলচ্চিত্রে আমি পুরোপুরি শান্ত একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। ‘হূদিতা’র সাফল্য নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের ৫৫ লাখ টাকা সরকারি অনুদানে কথা সাহিত্যিক আনিসুল হকের

‘হূদিতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হূদিতা’ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। চলচ্চিত্রের সংলাপও লিখেছেন আনিসুল হক। ‘হূদিতা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি রায়। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক ড্যাশিং হিরো এবিএম সুমন। আরো আছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ। চলচ্চিত্রের পরিচালক ইস্পাহানী আরিফ জাহান বলেন, বাংলা চলচ্চিত্রে একটা জোয়ার চলছে। সেই জোয়ারে আমার ‘হূদিতা’ নিয়ে এসেছি। এতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’ চলচ্চিত্রের দুটি গান গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। মুক্তির আগে পর্যায়ক্রমে এই চলচ্চিত্রে ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হয়।

এদিকে ‘যাও পাখি বলো তারে’ চলচ্চিত্রটি আজ ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ত্রিভুজ প্রেমের গল্পের চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও শিপন মিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নিটোল প্রেমের গল্পের এই চলচ্চিত্রে লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। চলচ্চিত্রে মজনু চরিত্রে অভিনয়কারী আদর আজাদ বলেন, যখন আমি এই চলচ্চিত্র নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন। পরিচালক মানিক বলেন, এ সিনেমাটি একটি বিশুদ্ধ প্রেমের সিনেমা। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ