দীর্ঘদিন পরে চঞ্চল চৌধুরীকে কাছে পেয়ে আড্ডায় মেতেছেন পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উচ্ছসিত হয়ে দুই পরিবারের সেই আড্ডার ছবি নিজেই ফেসবুকে পোস্ট করে ভক্তদের জানিয়েছেন তিনি।
শনিবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই পোস্ট করেন প্রসেনজিৎ।
ওই পোস্টে দুটি ছবি যুক্ত করে তিনি লেখেন, বহুদিন পরে চঞ্চলের সঙ্গে দেখা এবং মনে হলো যেন সেই 'মনের মানুষ' shooting-এর দিনগুলো ফিরে পেলাম। চঞ্চল তো সত্যিই মনের মানুষ... এবং সেই সঙ্গে সেদিন যে সকল গুণীজনের সাথে আড্ডা হলো... প্রত্যেকেই। শুভেচ্ছা রইলো সকলের জন্য।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ