দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে শুক্রবার। দেশের ১৯টি প্রেক্ষাগৃহেই ভালো সংখ্যক দর্শক টেনেছে ছবিটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সে বেলা সোয়া ১১টার প্রথম শোতে প্রায় ভরে যায় দর্শকে। প্রথম শোতে প্রেক্ষাগৃহটিতে সিনেমা দেখেন জয়াসহ অন্য কলাকুশলীরা।
বিরতির সময় সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করে জয়া বলেন, ‘হলগুলোতে যথেষ্ট ভিড় আছে। আমি নিজেও টিকিট কাটতে পারছিলাম না। জুমার দিন সকালে হল এ রকমভাবে কানায় কানায় পূর্ণ হবে, এটা আমি বুঝতে পারিনি। সেই আগ্রহ দেখে খুবই ভালো লাগছে, ভালো লাগছে দর্শকদের পার্টিসিপেশন (অংশগ্রহণ) দেখে। বিশেষ করে খেলার জায়গাগুলো যখন আসছে। সার্কাস যেমন র (আদি), ওই রকম র ফর্মেই শুট করা। আমার সেটা খুব ভালো লাগছে; এনজয় করছি।’
সার্কাসের দলপতি অদম্য এক নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প বিউটি সার্কাস। মাহমুদ দিদার পরিচালিত সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ অনেকে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ