ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাম্মি নিয়ে আসছে দীঘি

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৪

পর্দার জনপ্রিয় মুখ প্রার্থনা ফারদিন দীঘি। গত বছর নায়িকা হিসেবে দীঘির অভিষেক হয়েছিল দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। একই বছরে এ অভিনেত্রী সুমন ধরের পরিচালনায় শেষ চিঠি ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছে।

আবারো ওটিটির জন্য কাজ করলেন দীঘি। নাম ‘তাম্মি’। ওয়েব ফিকশনটি বানিয়েছেন ভুঁইয়্যা মাহিয়্যা মাহমুদা। দীঘি জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা মাসুম রেজওয়ানের সাথে। রহস্য, থ্রিলার আর সাসপেন্সে ঘেরা পারিবারিক ড্রামা নিয়ে রেহান রহমানের ‘নিখোঁজ’ সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন মাসুম।

‘তাম্মি’ সিনেমায় মাসুম অভিনয় করেছেন ‘অয়ন’ চরিত্রে। আর দীঘি আছেন নামভূমিকায়। অন্যান্য চরিত্রে আছেন সৌমিক বাগচী, নিজাম উদ্দিন তামুর, শুভ্র সোরখেল প্রমুখ।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ডিরেক্টর, ডিওপি দুজনেই নারী। তাই তাম্মি চরিত্রটি ফুটিয়ে তোলাটা আমার জন্য সহজ হয়েছে। সেরা কাজটার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন তারা।

নির্মাতা জানান, মানসিকভাবে বিপর্যস্ত এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি অক্টোবরে মুক্তি পাবে একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ