ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শোকাবহ আগস্টে শিল্পকলা একাডেমির মাসব্যাপী বিশেষ আয়োজন

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২১, ০৭:২৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনলাইনে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আলোচনা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে অনন্য আয়োজনসহ নানা অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে মাসব্যাপী এই অনুষ্ঠানমালা।

প্রতিদিনের অনুষ্ঠানেই থাকবে অতিথিদের বিষয়ভিত্তিক আলোচনা এবং দেশের বরেণ্য ও বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমি নির্মিত নাটক পরিবেশিত হবে।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আসরে অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, একাডেমির সচিব মো. আছাদুজ্জামান ও একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।

উদ্বোধনী আসর সাজানো ছিল ‘সোনার মানুষ চাই’ শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। দেশবরেণ্য কন্ঠশিল্পীদের গান, যন্ত্রশিল্পীদের যন্ত্রবাদন ও আবৃত্তিশিল্পীদের কবিতার দীপ্ত উচ্চারণের মধ্য দিয়ে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানমালা। আগামী ৩১ আগস্ট শেষ হবে শোকাবহ আগস্টের মাসব্যাপী এই অনলাইন আয়োজন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ